তৃতীয় ওয়ানডের দল ঘোষণা; সুযোগ পাননি এনামুল
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার শেষ ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথম ২ ম্যাচের জন্য ঘোষিত দলে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা।
এনামুল হক বিজয় ইনজুরির কারণে প্রথম ২ ম্যাচে দলে সুযোগ পাননি। কিন্তু সম্প্রতি এনামুল ইনজুরি কাটিয়ে ফিরেছেন। অবশ্য ইনজুরি থেকে ফিরে এখনো কোনো ম্যাচ খেলেননি তিনি। তাই হয়তো এই সিরিজে এনামুলকে বিবেচনায় নেওয়া হয়নি।
বাংলাদেশ এরই মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা ২ ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। ২২ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৪ এপ্রিল এখানেই হবে বাংলাদেশ ও পাকিস্তানের একমাত্র টোয়েন্টি২০ ম্যাচ। এরপর ২৮ এপ্রিল ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে। ৬ মে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আরাফাত সানি, রনি তালুকদার ও আবুল হাসান।