ভারতে নারী এমপির নাচ-গানে ৩ কোটি রুপি সংগ্রহ

india.mp_মহতী উদ্যোগে ফান্ড গঠনে নেচে-গেয়ে অর্থ সংগ্রহের রীতি বেশ পুরনো। বেশিরভাগ ক্ষেত্রে বিনোদন জগতের বাসিন্দারা এ কাজটি করে থাকলেও এবার ভারতের এক নারী সংসদ সদস্য নিজেই এ দায়িত্ব পালন করলেন!

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আহমেদাবাদের গুজরাট বেরাবালের আয়োজিত ‘ভগবত কথা’ প্রোগ্রামে নাচেন বিজেপির সংসদ সদস্য পুনমবেন মাদাম। মূলত ফান্ড বৃদ্ধির জন্যই তিনি নাচেন। ৪১ বছর বয়সী ওই নারী সংসদ সদস্যের নাচ দেখে মাত্র ৩০ সেকেন্ডেই প্রায় ৩ কোটি রুপি ছিটায় উপস্থিত জনতা!

উপস্থিত বেশ কয়েকজনের সঙ্গে নাচার পর পুনমবেন যখন অনুষ্ঠান শেষ করেন ততক্ষণে বেশ ভালো পরিমাণ অর্থ জমে গেছে। অনুষ্ঠানের পর সেখানে প্রচুর নোট পড়ে থাকতে দেখা যায়।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে জামনাগড় আসন থেকে জয়লাভ করেন পুনমবেন। এর আগে তিনি গুজরাট বিধানসভার সদস্য ছিলেন। তার বাবা ছিলেন গুজরাট বিধানসভার চারবারের সদস্য।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend