শ্রীবরদীতে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলা উদ্ভোধন

sribordi digitalশ্রীবরদী প্রতিনিধিঃ শ্রীবরদীতে দুইদিন ব্যাপী ডিজিটাল মেলা সোমবার থেকে শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলা উদ্ভোধন করেন শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগ আহবায়ক মোঃ আশরাফ হোসেন খোকা।DSC01149 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার অরুনা রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইর মোঃ মোশারফ হোসেন। পরে জেলা প্রশাসক সহ অতিথিরা মেলায় স্থাপিত স্টলগুলো ঘুরে দেখেন। উল্লেখ্য মেলায় ৮ টি স্টলে ১০ টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, উপজেলা শিক্ষা অফিস, শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, বানিবাইদ এ.এ.এম.পি উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী এপিপি আই, টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়, লংগড় পাড়া উচ্চ বিদ্যালয়, ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী এম.এন.বি.পি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কুরুয়া উচ্চ বিদ্যালয়, মাটিফাটা জি.এম উচ্চ বিদ্যালয়, শাপলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, বটতলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ও আঁচল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি অংশ নিয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend