সানায় বিমান হামলায় নিহত ৬০

bbসৌদি নেতৃত্বাধীন সামরিক জোট নতুন করে বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। সোমবারের এই হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
নিরাপত্তাবাহিনীর সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
খবরে বলা হয়, সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আত্তান পাহাড়ে এক সামরিক ঘাঁটিতে সোমবার সকালে বিমান হামলা চালায় সৌদি-জোট।
নাম না প্রকাশ করার শর্তে নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা সিনহুয়াকে জানিয়েছেন, এই হামলায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির ৬০ যোদ্ধা ও সমর্থক নিহত হয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানান, ইরান সমর্থিত হুথি বাহিনীর আরও ৪৯ জন নতুন এই হামলায় আহত হয়েছেন।
তিন সপ্তাহ ধরে চলমান সৌদি বিমান হামলার মধ্যে সর্বশেষ এই হামলাকেই সবচেয়ে ভয়াবহ হামলা বলা হচ্ছে।
প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির পক্ষে চলতি বছরের ২৬ মার্চ ইয়েমেনে প্রথম বিমান হামলা চালায় সৌদি জোট। হাদি বর্তমানে সৌদি আরবে আশ্রিত আছেন।
ইয়েমেনের স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এই তিন সপ্তাহের সংঘর্ষে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন হাজার জন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend