‘আ’লীগ সিটি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে না’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ৯টি সিটি করপোরেশন নির্বাচনের সাতটিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে। এতে প্রমানিত হয় আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে না। এবারও করবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে কোনো প্রকার বদনামের অংশীদার হতে চায় না।
রবিবার দুপুর ২টায় কুমিল্লা সেনানিবাস ও পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনে এসে মন্ত্রী এ সব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তিনি (খালেদা জিয়া) এতদিন পেট্রোলবোমা চর্চা করেছেন। এখন সহিংসতা বাদ দিয়ে নির্বাচনী চর্চা করছেন। এটা যেন তার সাময়িক কৌশল না হয়।
মন্ত্রী আরও বলেন, অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে না। তারা আচরণবিধি মেনেই নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন।
এ সময় কুমিল্লা সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।