এ্যাপের নাম ‘ওগো’
ইন্টারক্লাউড নামে এক বাংলাদেশী প্রতিষ্ঠান নিয়ে এসেছে নতুন এ্যাপ, ‘ওগো’।
বাংলাদেশীদের জন্য একটি সামাজিক যোগাযোগের মাধ্যম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই এ্যাপ তৈরি করেছেন ইন্টারক্লাউডের তরুণরা।
ইন্টারক্লাউড এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানিয়েছে, ওগো-র সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে সহজে যোগাযোগ করা সম্ভব হবে। অনেকের সঙ্গে কথা বলা ও চ্যাট করা সম্ভব হবে।
বর্তমানে ওগো এ্যাপটির মাধ্যমে চ্যাটিং, গ্রুপ চ্যাটিং এবং ভয়েস কলও করা যাবে। এ ছাড়া আগামীতে নতুন ফিচারগুলোতে থাকবে আধুনিক সমাজের লাইফস্টাইল সংক্রান্ত অনেক কিছু।
যারা এই এ্যাপটি ব্যবহার করতে চান তারা খুব সহজেই গুগল প্লে স্টোর ও এ্যাপ্ল স্টোরে গেলেই পেয়ে যাবেন এ্যাপটি। বিস্তারিত জানতে ঢু মারুন ogo.com.bd এই ঠিকানায়।