খালেদার গাড়িবহরে হামলার নিন্দা বি. চৌধুরীর

B-Chowdhuryবিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা করেছেন।
সোমাবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে বি. চৌধুরী বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকা বাঞ্ছনীয়। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সবার নিরাপত্তা বিধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব। দেশে যখন নির্বাচনী পরিবেশ বিদ্যমান এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার চলছে, সেই সময়ে দেশের শীর্ষ একটি রাজনৈতিক দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় আমি ক্ষুব্ধ ও মর্মাহত। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি।’
তিনি বলেন, ‘সরকার যদি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না করেন তা হলে সরকারই এ ঘটনার সঙ্গে জড়িত কি না সে বিষয়ে সন্দেহ তৈরি হতেই পারে।’
বি. চৌধুরী বলেন, ‘সকল রাজনৈতিক মতাদর্শের অংশগ্রহণের মাধ্যমে এ নির্বাচন একদিকে গণতন্ত্রের পথে যেমন ইতিবাচক যাত্রা হবে, অন্যদিকে তেমনি এ নির্বাচনের মাধ্যমে নিরাপত্তাহীন নাগরিকরা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ খুঁজে পাবেন।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend