খালেদার গাড়িবহরে হামলা : তেজগাঁও থানায় বিএনপির অভিযোগ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে অজ্ঞাত ১০০ ব্যক্তিকে আসামি করে তেজগাঁও থানায় লিখিত অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ লিখিত অভিযোগ দায়ের করে দলটি।
বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে হত্যা চেষ্টার অভিযোগে তেজগাঁও থানায় আমরা একটি এজাহার দিয়েছি।’
বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে বক্তব্য দেওয়ার একপর্যায়ে খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারা হয়। এ ছাড়া লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে কয়েকটি গাড়ির গ্লাস ভাঙে হামলাকারীরা। এতে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ পাঁচজন আহত হন।