বর্ষবরণে যৌন হয়রানি: পুলিশ-ছাত্র ইউনিয়ন ধস্তাধস্তি, আহত ৩
বর্ষবরণ উৎসবে নারীদের যৌন নিপীড়নের প্রতিবাদ এবং দায়িত্বে অবহেলাকারী পুলিশের বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়েছে।
জাতীয় প্রেস ক্লাব এলাকায় মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা প্রেস ক্লাবসংলগ্ন রাস্তা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। ছাত্র ইউনিয়নের বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে ধস্তাধস্তি হয়।
ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক সিয়াম সারোয়ার জামিল দ্য রিপোর্টকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ এসে অহেতুক বাধা দিয়েছে। আমরা বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে আমাদের নেতা রাজীব আল রুদ্র, মিরপুর থানা ছাত্র ইউনিয়ন সভাপতি রাকিবুজ্জামানসহ কয়েকজন আহত হন।’
তিনি বলেন, ‘আমাদের পাঁচজন প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গেছেন। আগামীকাল (বুধবার) আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।’
শনিবার সারাদেশে ছাত্র ধর্মঘট আহ্বান করা হতে পারে বলেও জানান তিনি।