খালেদার গাড়িবহরে হামলা ‘ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাড়া করে’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘৯২ দিনের হরতাল-অবরোধে কারওয়ান বাজার এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির ছিল। তাই ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সোমবার খালেদা জিয়াকে তাড়া করে।’
গাড়িবহরের ওই হামলাকে ‘শতভাগ সঠিক নয়’ বলেও মন্তব্য করেন তিনি।
সদরঘাটে সুন্দরবন-১১ নামের লঞ্চ উদ্বোধন শেষে মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘এ ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীরা জনতাকে বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়ে বিশৃঙ্খলা ঘটে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে তেজগাঁও থানায় মামলা না নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সোমবারের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে। আমি এ বিষয়টি জানি না। খবর নিয়ে দেখছি কারা মামলা নেয়নি।’
এর আগে লঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘নৌ-পুলিশের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়াও নৌপথকে নিরাপদ রাখতে কোস্টগার্ডকে আরও শক্তিশালী করা হবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডর এম মোজাম্মেল হক, সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডর এম জাকিউর রহমান ভূঁইয়া প্রমুখ।
উদ্বোধন শেষে লঞ্চটি সদরঘাট থেকে পোস্তগোলা ব্রিজ হয়ে আবার সদরঘাটে ফিরে আসে।