মুরসির ২০ বছরের কারাদণ্ড

Morsi-jailedমিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মঙ্গলবার ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর আলজাজিরা ও বিবিসির।
দেশটির ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় রায় দিল সিসি সরকার।
২০১২ সালের ডিসেম্বরে প্রেসিডেন্সিয়াল প্রাসাদের বাইরে ১০ বিক্ষোভকারীকে হত্যায় জড়িতের অভিযোগে তাকে এই সাজা দেওয়া হলো।
কায়রোর একটি আদালতের দেওয়া এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন মুরসি।
তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। মামলাগুলোতে তার বিরুদ্ধে ২০১১ সালে মোবারকবিরোধী আন্দোলন চলাকালে জেল ভাঙ্গার সঙ্গে জড়িত, ফিলিস্তিনি হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইরানী রেভ্যুলেশনারি গার্ডের সঙ্গে জড়িত এবং আলজাজিরার মাধ্যমে রাষ্ট্রীয় তথ্য ফাঁসের অভিযোগ তোলা হয়েছে।
একনায়ক হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালের মে মাসে নির্বাচনে জয়ী হয়ে মিসরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মুসলিম ব্রাদারহুড সমর্থিত জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা মোহাম্মদ মুরসি।
এক ডিক্রিকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিক্ষোভের জের ধরে ২০১৩ সালের ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। মুরসির শাসনামলে সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া এই নেতা ২০১৪ সালে দেশটির প্রেসিডেন্ট হন।
সিসি ক্ষমতা নেওয়ার পর থেকে এ পর্যন্ত মুসলিম ব্রাদারহুডের অন্তত এক হাজার ২১২ সমর্থককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে দলটির প্রধান নেতা মোহাম্মদ বাদিও রয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend