‘খালেদার নিরাপত্তারক্ষীরা গুলি করেছে’

hasan mahmud_0বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা রাজধানীর কারওয়ান বাজারে সোমবার সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে ‘আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

সিটি করপোরেশন নির্বাচনকে নৈরাজ্যমুক্ত রাখতে খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবিও জানান সাবেক এই বনমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘অবরোধ-হরতালে পেট্রোলবোমায় দগ্ধ ও ক্ষতিগ্রস্ত মানুষরা খালেদার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, কালো পতাকা দেখাচ্ছে, প্রতিবাদ করছে। সবশেষ গতকাল (সোমবার) তিনি গণসংযোগের নামে কারওয়ান বাজারে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। তখন মানুষ বিক্ষোভ করেছে। এ সময় খালেদার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা তাদের ওপর গুলি ছুড়েছে।’

তিনি আরও বলেন, ‘মানুষ হত্যার আন্দোলন করে সরকারের পতন ঘটাতে ব্যর্থ খালেদা এখন নতুন কৌশল নিয়েছেন। তাই প্রচারণার নামে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে নষ্ট করতে চান। কারণ তিনি জানেন, নির্বাচনে তার প্রার্থীকে মানুষ লাল কার্ড দেখাবে।’

সরকার ও নির্বাচন কমিশনকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কারওয়ান বাজারের ঘটনার তদন্ত করুন। তার পর গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। খালেদা জিয়া কীভাবে উস্কানি দিচ্ছে তাও তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। তা না হলে খালেদার মতো নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হবে।’

বিএনপির ডাকা বুধবারের হরতালের সমালোচনা করে তিনি বলেন, ‘খালেদার লজ্জা থাকা উচিত। কারণ তিন মাস হরতাল ডেকে ব্যর্থ হয়েছেন তিনি। লজ্জা থাকলে তিনি হরতাল ডাকতেন না।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend