সিইসির সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আমদের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির একটি প্রতিনিধি দল।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিইসির কক্ষে মঙ্গলবার বিকেল ৫টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ এবং সাবেক স্পিকার ও স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার।
সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম বলেন, ‘বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে সিইসির সঙ্গে দেখা করার আবেদন জানানো হয়েছে। সিইসি তাদেরকে বিকেল ৫টায় আসতে বলেছেন।
সূত্র জানায়, প্রতিনিধি দলটি খালেদা জিয়ার ওপর হামলার বিষয়ে সিইসির সঙ্গে কথা বলবেন। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য আবারও সেনা মোতায়েনের দাবি জানাবেন তারা।
গত ১ এপ্রিল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেদিনও তারা সেনা মোতায়েনের দাবি জানান।