সাভারে গুলি-বোমা ফাটিয়ে ব্যাংক ডাকাতি, নিহত ৮
সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি শাখায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলি ও বোমা হামলায় সাতজন নিহত হন। পালানোর সময় জনতার গণধোলাইয়ে এক ডাকাতও নিহত হন। আহত হন আরও ১৫ জন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক ওয়ালি উল্লাহ (৪৫), গ্রাহক পলাশ (৪৮), নিরাপত্তাকর্মী বদরুল ইসলাম (৩৮), মার্কেটের দোকানদার জিল্লুর রহমান (৪০) ও ঝাল-মুড়ি বিক্রেতা মনির হোসেন (৫৫)।
গণপিটুনিতে নিহত ডাকাতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
মরদেহগুলো সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই হাসপাতালে আহত ১১ জনকে ভর্তি করা হয়েছে।
ব্যাংক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত ব্যাংকের ভেতর ঢুকে শক্তিশালী বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছোড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ছাড়া ঘটনাস্থল থেকে শক্তিশালী পাঁচটি বোমা, ৬ লাখ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।