শ্রীবরদীতে দুদিন ধরে বিদ্যুৎ নেই
২১ এপ্রিল মধ্যরাতের ঝড়ে শ্রীবরদী বিদ্যুৎ ব্যবস্থা পর্যুদস্ত হয়ে পড়েছে। ঝড়ের পর থেকেই বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে শ্রীবরদীবাসী।
বিদ্যুৎ বিতরণ বিভাগ জানিয়েছে ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর গাছ ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব হচ্ছে না।
তবে ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ আসলেও পরপরই চলে যায়। জেলা বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রও জানিয়েছে সারা জেলাতেই বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর গাছ পড়ায় সব জায়গায় বিদ্যুৎ দেয়া সম্ভব হয়নি।