ঝিনাইগাতীতে বিদ্যুৎ লোডশেডিংয়ে জনদুর্ভোগ বেড়েছে
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় টানা ৪৮ ঘন্টা বিদ্যুৎ লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরম ভাবে বেড়েছে। কাল বৈশাখী ঝড়ে ফলে সৃষ্ট বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইগাতীবাসীকে চরম বিপাকে ফেলেছে। লোডশেডিংয়ের ফলে বাসা বাড়িতে ফ্রিজের রাখা মালামাল নষ্ট হওয়ার পথে। ছাত্র ছাত্রীদের লেখা পড়ার ব্যাপক বিঘœ ঘটছে।
বিদ্যুৎ এর দরূন ব্যাবসা বানিজ্যের ক্ষতি সাধিত হচ্ছে। আবাসিক প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে ২১শে এপ্রিল দিবাগত রাতে কাল বৈশাখী ঝড়ে বিদ্যুৎ এর সমস্যা দেখা দিয়েছে প্রচুর বৃষ্টিপাত ও ঝড়ে গাছ পালা পড়ে বিদ্যুৎ এর খুটি বিনষ্ট হয়েছে বলে লোডশেডিং দেখা দিয়েছে। আজও কাজ চলছে কাজ শেষ হলে বিদ্যুৎ আশার সম্ভাবনা রয়েছে। এ দিকে জন সাধারণ লোড শেডিংয়ের ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করছে।