ঝিনাইগাতীতে কালবৈশাখীর ঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২১ এপ্রিল মঙ্গলবার রাতে কালবৈশাখীর ঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ী ও কয়েক হাজার গাছপালা বিধ্বস্ত হয়েছে। রাত ১২টার দিকে থেমে থেমে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা কাল বৈশাখীর ঝড়ে বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন করে। এতে ঝড়ে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি গ্রামেই ক্ষতিসাধন হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের তথ্যে জানা গেছে, রাংটিয়া রেঞ্জের গজনী, রাংটিয়া ও তাওয়াকোচা বিটের অসংখ্য গাছপালা ঝড়ে পড়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলের ঘরবাড়ী দুমড়ে মুচড়ে ফেলেছে বলে সরেজমিনে গিয়ে দেখা গেছে। কালবৈশাখীর ঝড়ে ঝিনাইগাতী উপজেলায় টানা ৪৮ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।