ব্যাংকে ডাকাতি : আহত সাবেক বিজিবি সদস্যের মৃত্যু
আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতিকালে ডাকাতদের গুলি ও কোপে আহত সাবেক বিজিবি সদস্য তিন দিন পর মারা গেছেন। ডাকাতদের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।
সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শুক্রবার রাত ৮টার দিকে তিনি মারা যান বলে জানান নিহত আইয়ুব আলীর ছেলে মো. বিল্লাল হোসেন।
নিহত আইয়ুব আলী বিজিবির নায়েক (অবসরপ্রাপ্ত) ছিলেন। চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি কাঠগড়া বাজারে ব্যবসা করতেন।
ঘটনার দিন ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় আইয়ুব আলী এক ডাকাত সদস্যকে ধরে ফেলেন। এ সময় ডাকাতরা তার পেটে গুলি করে এবং বুকে চাকু দিয়ে আঘাত করে।
আশুলিয়ায় ডাকাতির ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়। এঘটনায় স্থানীয়রা এক ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় ডাকাত সদস্য আসিফ।