ইসি চলছে সরকারের ইচ্ছায় : মওদুদ

Mowdud_Press-Club-4বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনের (ইসি) পিছিয়ে আসা প্রমাণ করে ইসি সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে।’
তিনি বলেন, ‘সেনা মোতায়েন নিয়ে ইসির সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে শুক্রবার দুপুরে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এদিন তোপখানা রোড, সেগুনবাগিচাসহ বিভিন্ন স্থান হয়ে পুরানা পল্টন মোড়ে গণসংযোগ শেষ করেন মওদুদ আহমদ।
বিএনপির এ নেতা বলেন, ‘যারা সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর নগ্ন হামলা করেছে তাদেরকে জনগণ আগামী ২৮ এপ্রিল তিন সিটি নির্বাচনে প্রত্যা্খ্যান করবে। কোনোভাবেই জনগণ তাদের ভোটের অধিকার কেড়ে নিতে দেবে না।’
ব্যারিস্টার মওদুদ উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটি দক্ষিণে আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ভোটাররাসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ২৮ এপ্রিল ভোট দিয়ে, ভোট গুনে ফলাফল নিয়ে ঘরে ফিরবে। সেই ফলাফল বর্তমান দুঃশাসনের সরকারের জন্য অসুখকর খবর বিধায় তারা নির্যাতন ও জুলুমের পথ বেছে নিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend