‘সেনা মোতায়েনে ভয় কেন’

101540বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে বলেছেন, ‘অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে। সেনা মোতায়েন হলে ভোটাররা ভয়হীনভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু সেনা মোতায়েন না করে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। তারা (আওয়ামী লীগ) সেনাবাহিনী মোতায়েনে ভয় পায় কেন?’

তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করেছে। বিশ্বের অনেক দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠা করেছে। এরপরও তারা নির্বাচনে সেনা মোতায়েনে সাহস পাচ্ছে না। কারণ তারা পিলখানায় ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করেছে, সেনাবাহিনীকে ধ্বংসের চক্রান্ত করেছে।’

রাজধানীর বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকে এক পথসভায় খালেদা জিয়া এ সব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে পরপর তিন দিন হামলা করা হয়েছে। পথে পথে বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমি ভয় পাই না। আমি পিছু হটব না, প্রচারণা চালিয়ে যাব। উপরে আল্লাহ আছেন।’

মা-বোনদের প্রতি তিনি বলেন, ‘আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, ভয় পাবেন না। সকলে ঐক্যবদ্ধ থাকুন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলবেন। গুম-খুন-নির্যাতনের হাত থেকে বাঁচতে ঢাকা সিটি উত্তরে আমাদের প্রার্থী তাবিথ আউয়ালকে বাস মার্কায় ভোট দিয়ে জয়ী করুন।’

মির্জা আব্বাস প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে আটকে রাখা হয়েছে। নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাস বের হতে পারছে না। এ সরকার জুলুম-নির্যাতন করে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend