নির্বাচনী প্রচারণায় ধারাবাহিক সহিংসতায় জাপানের উদ্বেগ
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপান। নির্বাচন ঘিরে প্রচারণার সময়ে ধারাবাহিকভাবে সন্ত্রাস এবং সহিংস কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় দেশটি এ উদ্বেগ প্রকাশ করেছে।
সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রাজনৈতিক দলকে ধৈর্য ধারণ এবং গঠনমূলক কাজ করার আহ্বানও জানিয়েছে জাপান।
ঢাকায় অবস্থিত জাপানের দূতাবাস শুক্রবার বিকেলে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এ মনোভাব প্রকাশ করেছে।
গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, ‘সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময়ে ধারাবাহিকভাবে সংগঠিত সন্ত্রাস এবং সহিংসত ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। এ ঘটনাগুলো জাপান গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাপান বিশ্বাষ করে, নির্বাচনকে ঘিরে এমন ঘটনা জনসাধারণের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সমাজ গঠন ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তা অন্তরায়।’
বার্তায় আরও বলা হয়, ‘জাপান আশা করে, নির্বাচনকে ঘিরে সব দল ধৈর্য্যের পরিচয় দেবে এবং গঠনমূলক কাজ করবে যাতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।’