সাব্বিরের স্বপ্ন পূরণ
টোয়েন্টি২০ ক্রিকেটে দলকে জেতাতে ম্যাচ সেরা ইনিংস খেলবেন-মনে মনে এমন স্বপ্ন দেখেছিলেন।
আর শুক্রবার ম্যাচ জয়ী ইনিংস খেলার পর স্বপ্ন পূরনের কথা বলেছেন সাব্বির রহমান। ম্যাচ সেরা সাব্বির শুক্রবার সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি যখনই খেলি, তখনই ইতিবাচক খেলার চেষ্টা করি। বাংলাদেশের জয়ে অবদান রেখেছি। এটা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুব ভাল লাগছে। ভবিষ্যতে নিয়মিতভাবে দলের জয়ে ভূমিকা রাখতে চাই।’
এই ইনিংসটাকে কোথায় রাখবেন এ প্রশ্নে তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ টোয়েন্টি২০ ম্যাচ জিতেছে। আমি আগেও বলেছি আমি ১ রান করলে যদি দল জেতে এটাই আমার কাছে আনন্দের।’
ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পার্থক্য কতটুকু দেখলেন এ প্রশ্নে সাব্বির বলেছেন, ‘আমি কোন পার্থক্য দেখিনি। যেখানেই আমি খেলি চেষ্টা করি গুরুত্বসহকারেই খেলার। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছি; এজন্য আমার আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। ইনশাল্লাহ ভাল হয়েছে।’
যথন মাঠে নামলেন তখন বিশেষ কোন পরিকল্পনা ছিল কিনা এ প্রশ্নে তিনি বলেছেন, ‘তেমন কোন পরিকল্পনা ছিল না। আমি নামার পর চেষ্টা করেছি ইতিবাচক খেলার জন্য। আমি ইতিবাচক থাকলে ভালেই খেলি।’
মুশফিক আউট হয়ে ফিরে যাওয়ার সময় আপনাকে কি বলিছিল এ প্রশ্নে সাব্বির বলেছেন, ‘আমি যখন মুশফিক ভাইকে ক্রস করি, তখন উনি আমাকে বলেছেন উইকেটটা অনেক ভাল। তুই দাড়িয়ে থাকলেই খেলতে পারবি। মুশফিক ভাইয়ের এই ইতিবাচক কথা আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে।’
পাকিস্তানের দলে অনেক ভাল ভাল বোলার রয়েছে। তাদের খেলতে কোন ভয় কাজ করেছে কিনা এ প্রশ্নে তিনি বলেছেন, ‘না কোন, ভয় কাজ করেনি। আমি চেস্টা করেছি বল টু বল খেলার জন্য। কে বল করেছে সেটা দেখেণি আমি।’
কোন ফরম্যাটের খেলা পছন্দ করছেন আপনি এ প্রশ্নে তিনি বলেছেন, ‘প্রথমে বলবো টোয়েন্টি২০, তারপরও আমি ওয়ানডে পছন্দ করছি। খুব এনজয় করছি।’
আপনারা তরুণরা কিভাবে মানিয়ে নিচ্ছেন এ প্রশ্নে তিনি বলেছেন, ‘তরুণদের মুশফিক-সাকিব-মাশরাফি ভাইরা অনেক সাহায্য করে। এমন বড় ভাইরা থাকলে জুনিয়রদের অনেক ভাল হয়।’