ভূমিকম্পে ভারতে ৫৪ জনের মৃত্যু
সময়ের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পে ভারতে অন্তত ৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু বিহারেই মারা গেছেন ৪৫ জন।
শনিবার দুপুরে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে। শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে পাশের দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নেপালে উদ্ভূত ভূমিকম্প দেশটির রাজধানী নয়াদিল্লিসহ বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাঞ্চল, কলকাতা, লাখনৌ, রাচি, জয়পুর, গোহাটি, উত্তরপ্রদেশসহ বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে। এতে ভারতে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শুধু বিহারেই মারা গেছেন ৪৫ জন। আহত হয়েছেন আরও ৩৫ জন।
বিহারের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া ভূমিকম্পে জলপাইগুড়িতে অন্তত ২০ জন আহত হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে একটি স্কুলের ৪০ শিক্ষার্থী ভূমিকম্পে আহত হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য মতে, ভূমিকম্পে নেপালে ৭৫৮ জন ও বাংলাদেশে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভূমিকম্পের কারণে এভারেস্টে তুষারধস শুরু হয়েছে, যাতে অন্তত আট আরোহীর মৃত্যু হয়েছে।