ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

pmনেপাল, ভারত ও বাংলাদেশে ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
জানা গেছে, শোক বার্তায় প্রধানমন্ত্রী শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করেন।
প্রসঙ্গত, শনিবার দুপুরে (বাংলাদেশ সময় ১২টা ১১ মিনিট) নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে সর্বশেষ ৯৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের স্থানীয় সময় শনিবার সকালে ভয়াবহ ভূমিকম্পে দেশটির কাঠমান্ডু, পোখরাসহ বেশ কিছু এলাকায় অসংখ্য ভবন ধসে পড়ে। নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
নেপাল ছাড়াও ভারত, পাকিস্তানে ও বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানে। ভারতে অন্তত ৩৪ জন ও বাংলাদেশে তিনজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া ভূমিকম্পের কারণে এভারেস্টে তুষারধস শুরু হয়েছে, যাতে অন্তত আট আরোহীর মৃত্যু হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend