জোড়া ভূমিকম্পে ফের কাঁপল নেপাল
নেপালে রবিবার দুপুরে আরও দুইটি ভূকম্পন অনুভূত হয়েছে। প্রথমে রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
নেপালে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের প্রভাবে ভারত ও বাংলাদেশেও ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পূর্বে। যা কোদারি থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত।
দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল কোদারি থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ভারতীয় ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, রবিবার আরও ভূমিকম্প অনুভূত হতে পারে।
নেপালে গত শনিবার সকালে অনুভূত হওয়া ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬৬ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
ওই দিনের ভূমিকম্পের ফলে এভারেস্টে তুষারধসের ঘটনা ঘটে। সেখানে আটকে পড়া ও হতাহতদের উদ্ধার কার্যক্রম চলার মধ্যেই রবিবারের ভূকম্পনের পর আবারও তুষারধসের ঘটনা ঘটেছে।