ঝিনাইগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার : ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবককে গ্রেফতার করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ। একইসাথে তাদের হেফাজতে থাকা এবং তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২৭ এপ্রিল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাদের হাজির করে প্রেস ব্র্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। ওইসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহজাহান সরদার ও সহকারী পুলিশ সুপার মোঃ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন। এদিকে সোমবার বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্তা সরকার উভয় পক্ষের শুনানী শেষে প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তদন্ত কর্মকর্তা আদালত থেকেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, রবিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ঝিনাইগাতী উপজেলার বগাডুবি ব্রীজের দণি পাশের এলাকা হতে বিভিন্ন দেশিয় অস্ত্রসহ পটুয়াখালীর ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী (২৭), জামালপুরের বেনুয়ারচর গ্রামে কফিল উদ্দিনের ছেলে ছামিদুল (৩৭), জামালপুরের মাদারপাড়া গ্রামের আমীর হোসেনের ছেলে খোকন মিয়া (২৫) ও শেরপুর সদর উপজেলার দমদমা কালিগঞ্জের হামিদ মিয়ার ছেলে জাকির হোসেন (১৮) কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে ডাকাতি ও চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আর এ জন্য তারা জামালপুরের মন্ডল গেস্ট হাউজে অবস্থান করে রেল স্টেশন হতে বিভিন্ন বাচ্চা ছেলেদের সংগ্রহ করে প্রশিণ দিয়ে অপরাধ জগতে নিয়ে আসত। তাদের এমন একটি ডাকাতির পরিকল্পনা ছিল সোমবারও। এদিকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ১টি চাকু, ২টি রামদা, ২ টি লোহার গ্রিল কাটার মেশিন ও ৪০টি তালা এবং ২৫ টি চাবি উদ্ধার করা হয়। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা রুজু হয়েছে।