ঝিনাইগাতীতে বন্য শুকরের আক্রমনে কিশোর আহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সীমান্তবর্তী গান্ধিগাঁও গ্রামে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা একটি বন্য শুকরের আক্রমনে শহিদুল ইসলাম (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে। আহত ওই কিশোরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের চৌকিদার গান্ধিগাঁও গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম সোমবার দুপুরে বাড়ীর পাশের পাকা ধানক্ষেত দেখতে গেলে বন্য শুকরের কবলে পড়ে। ওইসময় ধানক্ষেতে লুকিয়ে থাকা বন্য শুকরটি তাকে আক্রমন করে। বন্য শুকরটি তার বাম হাত ও বাম পায়ে কামড়ে দেয় এবং ডান উরুর মাংস ছিড়ে নেওয়ায় সে রক্তাক্ত ক্ষত নিয়ে ক্ষেতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া জানান, বন্য শুকরের কামড়ে আহত শহিদুলের চিকিৎসা চলছে। ইতোমধ্যে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।