শনিবারের পর ৫৭তম ভূমিকম্প : মৃত ৪০০০
শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর নেপালে অন্তত আরও ৫৭ বার ভূমিকম্প (আফটারশক) অনুভূত হয়েছে। সর্বশেষ ভূমিকম্পটি বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আঘাত হানে।
এ রকম আফটারশক আরও আঘাত হানার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এদিকে নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চার হাজারে ঠেকেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে চার দিন বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার পর সোমবার নেপালে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে সেখানে দেখা দিয়েছে ভয়ঙ্কর খাদ্য সংকট। রয়েছে খাবার জলের চরম সংকট। এ ছাড়া ডিজেল তেলের সংকটও রয়েছে বিধ্বস্ত দেশটিতে।
ভারত অবশ্য বলেছে, তাদের উদ্ধার দল নেপালে খাবার ও জল সরবরাহের ব্যবস্থা করছে।
প্রসঙ্গত, ২৫ এপ্রিল শনিবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে নেপালে। দেশটির ৮১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়ানক ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, ২০টি পারমাণবিক বোমার সমান শক্তিশালী ছিল শনিবারের ভূমিকম্পটি।
নেপাল ছাড়াও ভারত, তিব্বত ও বাংলাদেশে শনিবারের ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পে ভারতে অন্তত ৭২, তিব্বতে ১৭ ও বাংলাদেশে সাতজনের মৃত্যু হয়েছে।