শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা : ভূমিকম্পে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Sherpur-Pic-DCশেরপুর জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কমলা রঞ্জন দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান হাবিবসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলায় ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সম্ভাব্য করণীয় ও প্রস্তুতি নিয়ে আলোচনাসহ সংশ্লিষ্ট বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
পরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে দ্বিতীয় দফা ভূমিকম্পে নিহত সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি গ্রামের মো. হায়দার আলী ওরফে নান্টু’র (৭২) পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। নিহত নান্টুর ভাই ইসমাত পাশা ওই টাকা বুঝে নেন। ওইসময় বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend