কাঠমান্ডুতে ফের ভূমিকম্প
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে।
বাংলাদেশ সময় সোমবার রাত ১০টা ৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর এটি ৫৮তম ভূকম্পন (আফটারশক)।
এর আগে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নেপালসহ ভারত ও বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানে।
২৫ এপ্রিলের ভূমিকম্পের পর নেপালে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন সাত হাজারেরও বেশি। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
দেশটির ৮১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়ানক ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, ২০টি পারমাণবিক বোমার সমান শক্তিশালী ছিল শনিবারের ভূমিকম্পটি।
নেপাল ছাড়াও ভারত, তিব্বত ও বাংলাদেশে শনিবারের ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পে ভারতে অন্তত ৭২, তিব্বতে ১৭ ও বাংলাদেশে সাত জনের মৃত্যু হয়েছে।