ভূমিকম্পে ইডেনের হলে ফাটল, ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ
ভূমিকম্পে ভবনে ফাটল ধরায় ইডেন মহিলা কলেজের শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ২৯টি কক্ষের ছাত্রীদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রী নীলা আফরোজ এ্যানি সোমবার বিকেলে বলেন, ‘সম্প্রতি ভূমিকম্পের ফলে ফাটল ধরায় রবিবার রাতে কর্তৃপক্ষ হলের ২৯টি কক্ষের ছাত্রীদের দ্রুত কক্ষ ত্যাগের নির্দেশ দিয়েছে।’
তিনি বলেন, ‘দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষা চলছে। এ জন্য ওই সব কক্ষে থাকা দ্বিতীয় বর্ষের ছাত্রীরা হলের অন্যান্য কক্ষে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আশ্রয় নিয়েছেন।’
কলেজের অধ্যক্ষ হোসনে আরা বলেন, ‘ভূমিকম্পের ফলে বঙ্গমাতা হলের ২৯টির কক্ষে ফাটল দেখা গেছে। এ সব কক্ষের শিক্ষার্থীদের দ্রুত কক্ষ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘মেয়েদের জীবনের দায় নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই যাদের এখন ক্লাস, পরীক্ষা নেই তাদের আমরা বাড়িতে যাওয়ার জন্য বলেছি। সমস্যা মূলত দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের নিয়ে। তাদের আমরা অন্য জায়গায় স্থানান্তর করেছি।’
অধ্যক্ষ হোসনে আরা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ ফাটল ধরা কক্ষগুলো সংস্কার করে বাসযোগ্য করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’