ইসির অনুরোধে সার্কুলার পরিবর্তন : মোবাইল লেনদেন বিকেল ৫টা পর্যন্ত বন্ধ

bangladesh-bank (1)নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে মোবাইল ব্যাংকিং নিয়ে নিজেদের দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করল বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তে নির্বাচনের দিন মোবাইলের লেনদেন বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ বলেন, ‘প্রথমে নির্বাচনের দিন সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবে বলে একটি সার্কুলার জারি করেছিলাম। পরে ফোনে নির্বাচন কমিশনের অনুরোধে আমরা ওই সার্কুলার পরিবর্তন করি। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কোনো লেনদেন করা যাবে না বলে পরে নতুন সার্কুলার জারি করা হয়।’

সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান (গভর্নর সচিবালয়) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৮ এপ্রিল বাংলাদেশে কর্মরত সকল মোবাইল ফাইন্স্যাশিয়াল সার্ভিসেসের গ্রাহক পর্যায়ে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট, ব্যক্তি হতে ব্যক্তি, মার্চেন্ট পেমেন্ট ও মোবাইল টপ-আপ’র লেনদেন সীমা সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।’

সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত নতুন সার্কুলারে বলা হয়, ‘২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশের সকল মোবাইল ফাইন্স্যাশিয়াল সার্ভিসেসের গ্রাহক পর্যায়ের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করা হল।’

এ বিষয়ে দেশের সব মোবাইল সার্ভিস প্রোভাইডার, ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় নতুন সার্কুলারে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend