‘পে-কমিশনের সচিব কমিটির সুপারিশ দু-এক দিনের মধ্যে’

abul_mal_abdulপে-কমিশনের প্রতিবেদনের ওপর সচিব কমিটির সুপারিশ দু-এক দিনের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সকল মন্ত্রণালয়/বিভাগগুলোর সিনিয়র সচিবদের সঙ্গে প্রথম পর্বের প্রাক-বাজেট আলোচনা শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘পে-কমিশনের প্রতিবেদনের ওপর সচিব কমিটির সুপারিশ বুধবার পাওয়া যেতে পারে। পাওয়ার পর আমি এটি প্রথমে এক্সামিন করবো, এরপর এটি মন্ত্রিসভায় যাবে।’

‘আগামী জুলাই থেকেই নতুন পে-কমিশন কার্যকর করা হচ্ছে কি না’— জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, এটা তো আগেই ঘোষণা দেওয়া হয়েছে। এটা নিয়ে কোনো সংশয় নেই।’

বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনা প্রসঙ্গে তার প্রতিক্রিয়া জানতে চাইলে মুহিত বলেন, ‘এটা তো দিনে-দুপুরে ডাকাতি! এর রহস্য কী?’

উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম এ বিষয়ে বলেন, ‘পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে জঙ্গী তৎপরতার সঙ্গে জড়িতদের সংশ্লিষ্টতা থাকতে পারে।’

এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ইট ইজ পসিবল।’

প্রাক-বাজেট আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সচিবদের সঙ্গে বৈঠকে বৈদেশিক সহায়তার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।’

‘বর্তমানে পাইপলাইনে যে বৈদেশিক সাহায্য রয়েছে এর পরিমাণ প্রায় দুই হাজার ৪০০ কোটি ডলার’ উল্লেখ করে তিনি বলেন, ‘কমিটমেন্ট যতটা পাওয়া যায় সে তুলনায় অর্থছাড় কম। পাইপলাইনে যে পরিমাণ বৈদেশিক সাহায্য রয়েছে আগামী অর্থবছরে এর ২০ শতাংশ ছাড় হলেও বাজেটের আকার অনেক বেড়ে যাবে।’

‘প্রতিশ্রুত বৈদেশিক সাহায্য ব্যয় করা সম্ভব হচ্ছে না কেন’— এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘দাতাদের প্রসিডিওর ও প্রকল্প পরিচালকদের কারণে বাস্তবায়ন প্রক্রিয়া দেরি হয়। একজন প্রকল্প পরিচালক ৩-৪টা প্রকল্পের পরিচালক নিযুক্ত হয়ে থাকেন। এটা এখন কমিয়ে আনা হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে যে ৫০ কোটি ডলার সহায়তা চাওয়া হয়েছে সেটা পাওয়া যাবে। একই সঙ্গে আইএমএফের ইসিএফ চুক্তির শেষ কিস্তির অর্থ পেতেও কোনো সমস্যা হবে না।’

আইএফসি’র সহযোগিতায় ১০০ কোটি ডলারের ‘টাকা বন্ড’ ছাড়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটের পরই এটা ছাড়া হতে পারে। এ জন্য আইএফসিকে কোনো অর্থ দিতে হবে না। বন্ড ছাড়ার ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করবে। যে কোন দেশ থেকে এ টাকার বন্ড ভাঙানো যাবে’ জানান অর্থমন্ত্রী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend