‘ভোট ডাকাতির আশঙ্কা’ জামায়াতের

jamatমঙ্গলবার অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দলের সমর্থিত প্রার্থীদের ব্যাপক কারচুপি ও ভোট ডাকাতির আশঙ্কা করছে জামায়াতে ইসলামী।
এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে সোমবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘‘আসন্ন তিন সিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো পরিবেশ নেই। জনগণের মাঝে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা এবং শঙ্কা ও ভয়ভীতি বিরাজ করছে। বিদ্যমান পরিবেশে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে নির্বাচন কোনো অবস্থাতেই সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে না। প্রশাসন ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহযোগিতায় সরকারি দলের সমর্থিত প্রার্থীদের ব্যাপক কারচুপি এবং ভোট ডাকাতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’’
তিনি বলেন, ‘‘সরকারি দলের সমর্থিত প্রার্থীদের কারচুপি ও ভোট ডাকাতির সুযোগ প্রদান করার হীন উদ্দেশ্যেই নির্বাচন কমিশন বিচারিক ক্ষমতা দিয়ে তিন সিটি করপোরেশনের নির্বাচনে সেনা মোতায়েন করেনি। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দলের সমর্থিত প্রার্থীদের বিজয়ী হওয়ার সুযোগ দেওয়ার জন্য সরকার বিরোধী প্রার্থী এবং নেতাকর্মীদের বাসা-বাড়িতে হানা দিয়ে তাদের গ্রেফতারের চেষ্টা করে ভয়ভীতি সৃষ্টি করছে। ঢাকা উত্তর ও দক্ষিণে সরকারবিরোধী অন্তত ৮ জন কাউন্সিলর প্রার্থী ও তাদের আত্মীয়স্বজনদের বাড়িতে পুলিশ হানা দিয়েছে, যাতে তারা গ্রেফতারের ভয়ে ভোটকেন্দ্রে যেতে ও ভোট দিতে না পারে।’
শফিকুর রহমান বলেন, ‘‘সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সরকারি দলের সমর্থিত প্রার্থীরা নির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে। ভোটারদের ধারণা সিটি করপোরেশনের নির্বাচনে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের চাইতেও ভোট ডাকাতি ও ভয়াবহ কারচুপির নিকৃষ্ট নির্বাচনে পরিণত হতে যাচ্ছে।’’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend