খালেদার গ্যাটকো-নাইকো দুর্নীতি মামলার শুনানি মুলতবি

Khaleda_1বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো ও নাইকো মামলা স্থগিত করে হাইকোর্টের দেওয়া রুলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বিচারপতি মোহাম্মদ নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদ গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার শুনানি গ্রহণ শেষে বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মতিঝিল থানায় খালেদা জিয়া ও তার ছোট ছেলে সদ্যপ্রয়াত আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রাম ও কমলাপুরের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য মেসার্স গ্লোবাল এ্যাগ্রোটেড লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে এক হাজার কোটি টাকা ক্ষতি করা হয়। এর পর ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দায়েরের পর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend