নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযান
শেরপুরের নকলায় খাদ্যে ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন খাদ্য দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নকলা শহরের ছোট-বড় ১৩টি হোটেল-রেস্তোরা, মিষ্টি ও ভোজ্য তেলের দোকানে ওই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি দল বিভিন্ন খাদ্যের দোকানে ভেজাল প্রতিরোধে অভিযান চালিয়ে খাদ্যবস্তু খোলা রাখা, নোংরা পরিবেশে খাদ্য ও মিষ্টি বানানো এবং মজুদ রাখার অপরাধে মোবাইলকোর্ট আইন, ২০০৯ এর ৭ ধারা মোতাবেক ২৭২, ২৭৩ আইনে ৮টি দোকানের মালিক ও এক কর্মচারীকে জরিমানা করা হয়েছে। এ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্যানেটারী ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলম, এসআই মো: নজরুল ইসলাম সালাম উপস্থিত ছিলেন।