শেষ দিনে নতুন করে শুরু করবে বাংলাদেশ

5th-day-Stat-Tamimটেস্ট ক্রিকেট ক্ষণে ক্ষণে রং বদলায়। যেমনটা বদলেছে খুলনা টেস্টে। শুক্রবার পুরো দিনটিকে বাংলাদেশে বলা যেতে পারে নিঃসন্দেহে। কিন্তু প্রতিদিন যে বাংলাদেশের ভাগ্য ভাল হবে এমনটা ভাবা বোকামি। এটা তামিমও জানেন এবং মানেন। শুক্রবার তাই তো সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, খুলনা টেস্টের পঞ্চম ও শেষ দিন নতুন করে শুরু করবেন। শুক্রবার কি হয়েছে তা ভুলে যেতে চান তামিম। শনিবারের পরিকল্পনা কি থাকবে? এমন প্রশ্নে তামিম সোজা ব্যাটে খেলেছেন। তিনি বলেছেন, ‘ক্রিকেট খেলা খুব কঠিন। আজকের (শুক্রবার) দিনটি আমাদের। কালকে (শনিবার) ওরা ভাল ক্রিকেট খেললে তাদের দিন হয়ে যেতে পারে। একটি জিনিস আমি নিশ্চিত করতে চাই, কালকে আবার নতুন করে শুরু করতে হবে। আমি যখন প্রথম বল খেলব, মাথায় থাকবে আমার রান সংখ্যা শূন্য।’ দলের পরিকল্পনা কি থাকবে? এমন প্রশ্নে তামিম বলেছেন, ‘আমরা যদি প্রথম সেশনটা ভালভাবে পার করে দিতে পারি, তাহলে আমাদের অবস্থানটা উপরের দিকেই থাকবে। প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ন। এরপর ১০-১২ ওভার পর নতুন বল আসবে। নতুন বলে খেলাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওই সময়টা যদি আমরা ভালভাবে কাটিয়ে দিতে পারি, তাহলে আমাদের পক্ষে ম্যাচটা চলে আসবে।’ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি এই ম্যাচটিতে পাওয়া সম্ভব কিনা-এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি কেমন শুরু করি তার ওপর বিষয়টি নির্ভর করবে। আমি যদি দুই ঘণ্টা ব্যাটিং করতে পারি, রান এমনিতেই আসবে। ব্যাটিং উপভোগ করব। আজকে যেভাবে খেলেছি সেভাবে শুরুর চেষ্টা করব।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend