চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রত্যাশা তামিমের

Champion-Trophyআইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে হটিয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি র‌্যাঙ্কিংয়ে এই অবস্থান ধরে রাখতে পারলে ২০১৭ সালের জুন অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে আশাবাদী টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবালও।
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে খুলনা চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমর তো মনে হয় আমরা ৭ নম্বরে। সাত আর আটে তো মনে হয় একই পয়েন্ট। এটা অনেক বড় একটি অর্জন। বিশাল অর্জনই আসলে। এখন এটাই আশা করব যেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এখানে থাকতে পারি; আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারি। ওয়ানডেতে এটাই আমাদের লক্ষ্য হ্ওয়া উচিত।’
তাইজুল ৬ উইকেট দখলে নিয়েছেন। তাইজুলের বোলিং সম্পর্কে বলতে গিয়ে তামিম বলেছেন, ‘অবশ্যই ভাল করেছে। তবে আরো ভাল করতে হবে। যেভাবে ওয়ানডে খেলছি, ডমিনেট করছি বড় বড় দলকে; সেভাবে না করতে পারলে আসলে উন্নতি বুঝা যাবে না। বোলাররা যদি আরও একটু ভাল করতে পারে, তাহলে টেস্ট দল হিসেবে আমরা আরও ভাল করতে পারব।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে যে বাংলাদেশ ওডিআই র‌্যাংঙ্কিংয়ের অষ্টম স্থানে উঠে এসেছে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কারণে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। পাকিস্তান ও বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান ১।
বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৮, পাকিস্তানের ৮৭।
র‌্যাংঙ্কিংয়ের সপ্তম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও রেটিং পয়েন্ট ৮৮।
তবে পয়েন্টের হিসেব-নিকেশের মারপ্যাঁচে আপাতত বাংলাদেশের উপরে অবস্থান করছে ক্যারিবীয়রা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend