টানা ২ টেস্টে ইমরুলের সেঞ্চুরি

Imrul-News-1টানা দুই টেস্টে সেঞ্চুরি পেয়েছেন ইমরুল কায়েস। শুধু তাই নয়, সেঞ্চুরি করার আগেই এক হাজীর ক্লাবের সদস্য হয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাঠে নামার আগে তার প্রয়োজন ছিল ৮১ রান। তবে ৮১ রান করেই ক্ষান্ত থাকেননি তিনি; তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি।
গত বছর নভেম্বরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্যারিয়ার সেরা ১৩০ রানের ইনিংস খেলেছিলেন ইমরুল। পরের টেস্টেই আবার পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেলেন তিনি।
২০তম টেস্ট খেলতে থাকা ইমরুলের শুক্রবার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন। সেঞ্চুরির পথে তিনি ১১টি চার ও ১টি ছয়ের মার মেরেছেন। শুক্রবার জুলফিকার বাবরের শেষ বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ইমরুল। ১৫৩ বলে তিনি এই মাইলফলক স্পর্শ করেছেন।
বিশ্বকাপ দলে হঠাৎ করে সুযোগ পেয়ে ইমরুল কোনো ভূমিকাই রাখতে পারেননি। এই কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। জিম্বাবুয়ে সিরিজে ভাল খেলায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছেন ইমরুল। খুলনা টেস্টের প্রথম ইনিংসে ৫১ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend