জাবির সিএসই বিভাগের সব শিক্ষকের পদত্যাগ

JU-Teacherজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবন বরাদ্দের বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৫ শিক্ষকের মধ্যে সবাই পদত্যাগ করেছেন। এ ছাড়া ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষকরাও আগামী কার্যদিবসে পদত্যাগপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কাছে শনিবার বিকেলে সিএসই বিভাগের শিক্ষকরা এ পদত্যাগপত্র জমা দেন।
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক দ্য রিপোর্টকে বলেন, ‘সিএসই বিভাগের ১৫ জন শিক্ষকের পদত্যাগপত্র হাতে পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।’
পদত্যাগকারী শিক্ষকেরা হলেন— সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী, অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক ড. আকরাম হোসেন, অধ্যাপক ড. মো. এমদাদুল ইসলাম,অধ্যাপক মো. গোলাম মোয়াজ্জাম, অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক লিটন জুড রোজারিও, সহযোগী অধ্যাপক আবু সাঈদ, সহযোগী অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান, মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক তাহসিনা হাশেম, স্বর্ণালী বসাক, তানজিলা রহমান ও সনজিৎ কুমার সাহা।
গণ পদত্যাগের বিষয়ে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বিভাগের সব শিক্ষক পদত্যাগপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছি।’
এদিকে শনিবার দুপুরে পদত্যাগের ঘোষণা দিলেও অফিস সময় শেষ হয়ে যাওয়ায় পর্যন্ত পদত্যাগপত্র জমা দিতে পারেননি বলে জানিয়েছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষকরা।
ভূতাত্ত্বিক বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাজেদা ইসলামদ্য রিপোর্টকে বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে জরুরি বিভাগীয় সভায় বিভাগের শিক্ষকরা গণপদত্যাগ করেছেন।তবে অফিসের সময় শেষ হয়ে যাওয়ায় আমরা পদত্যাগপত্র জমা দিতে পারিনি। আগামী কর্মদিবসে আমরা পদত্যাগপত্র জমা দিব।
বিভাগের পদত্যাগ ঘোষণা দেওয়া শিক্ষকেরা হলেন— অধ্যাপক ড. এ টি এম শাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. মো. জুল্লে জালালুর রহমান, অধ্যাপক ড. মো. শরীফ হোসেন খান, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক মো. মাহফুজুল হক, সহযোগী অধ্যাপক মাজেদা ইসলাম, সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক মো. হাসান ইমাম ও প্রভাষক মাহমুদা খাতুন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend