খুনসুটিতেই বড় জুটি : ইমরুল
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম উইকেট জুটিতে সেরা তিনটি ইনিংসই তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। খুলনা টেস্টেও ৫৫ বছরের রেকর্ড ভেঙে নতুন এক ইতিহাস গড়েছেন তামিম-ইমরুল। আগের ২৯০ রানের জুটি ভেঙে ৩১২ রানের নতুন জুটি গড়েছেন তারা। প্রথম উইকেটে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ জুটিও তাদের; ২ জনের দখলে যথাক্রমে ২২৪ ও ১৮৫ রান।
ইমরুল-তামিমের এমন সফল জুটির রহস্য কোথায়? এমন প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। সংবাদ সম্মেলনেও তাই এমন প্রশ্ন এসেছে অবধারিতভাবেই। আর সেই প্রশ্নের উত্তরে ইমরুল বলেছেন, ‘তামিম আমার সঙ্গে সবচেয়ে বেশি মজা করে। সব সময় আমরা সময়টাকে খুব উপভোগ করি। আম্বার টোয়েন্টি২০ খেলার সময় তামিম আমার দলের অধিনায়ক ছিল। ওই সময়টাতে আমরা ভাল কিছু সময়ও উপভোগ করেছি। ওই টুর্নামেন্টে তামিম আমাকে দিয়ে বোলিং করিয়েছিল।’
ইতিহাস গড়লেন, গড়লেন রেকর্ড; কেমন লাগছে? এ প্রশ্নে ইমরুল বলেছেন, ‘অবশ্যই এটা খুব ভাল লাগার বিষয়। এমন রেকর্ডের সাক্ষী হিসেবে থাকতে পেরে সব সময়ই খুব ভাল লাগে।’
তামিম টানা ৩ সেঞ্চুরি করেছে, আপনার টানা ২ টেস্ট সেঞ্চুরি; তামিমকে ফলো করার ইচ্ছা আছে কিনা? এ প্রশ্নে তামিম বলেছেন, ‘আমি চেষ্টা করব ভাল খেলার। সেঞ্চুরি কিংবা হাফসেঞ্চুরি, রান করার বিষয়টি হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করব আমার বেসিক ও দলের গেম প্ল্যান অনুযায়ী ক্রিকেট খেলার।’
এর আগে উইকেটকিপিং কখনো করেননি; কতটুকু এনজয় করলেন কিপিংটা? এ প্রশ্নে ইমরুল বলেছেন, ‘মুশফিক যখন ইনজুরিতে পড়ল, আমি সাহস করে কিপিং করার কথা বলি। এর আগে ঘরোয়া ক্রিকেটে ২ ওভারের জন্য কিপিং করেছিলাম। সেই আত্মবিশ্বাস থেকে আমি চিন্তা করেছি। কিপিংটা খুব এনজয় করছি। রিয়াদ ভাই-তামিম আমাকে অনেক সাহায্য করেছে।’
ঘরোয়া ক্রিকেট ভাল যাচ্ছিল না। বিশ্বকাপেও ব্যর্থ হয়েছেন। এমন অবস্থায় মানসিকভাবে কিভাবে প্রস্তুতি নিলেন? এ প্রশ্নে তিনি বলেছেন, ‘টেস্টে ডাক পাব কিনা নিশ্চিত ছিলাম না। বিশ্বকাপ-বিসিএল ভাল খেলিনি। তখন চিন্তা করেছি, সুযোগ পেলে চেষ্টা করব। এ জন্য অনেক হার্ড ওয়ার্ক করেছি।’
কিপিং করার পর ব্যাটিং করাটা কতটা কঠিন ছিল? এ প্রশ্নে ইমরুল বলেছেন, ‘গতকাল (শুক্রবার) ব্যাটিং করাটা আমার জন্য কঠিন ছিল। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। আজকে (শনিবার) এতটা সমস্যা হয়নি। মূল সমস্যা হয়েছে ৫ মিনিটের জন্যও ঘুম আসেনি গতকাল; হয়তো আমি টায়ার্ড ছিলাম।’