৬৪ বছরে খেলাঘর : বজলুর রহমান পদক পেলেন চার গুণী
চৌষট্টি বছরে পা রাখল দেশের ঐতিহ্যবাহী শিশু-কিশোরদের সাংস্কৃতিক সংগঠন‘খেলাঘর’। সংগঠনের তেষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘খেলাঘর’ প্রবর্তিত ‘সাংবাদিক বজলুর রহমান’ ভাইয়া স্মৃতিপদক প্রদান করা হয় চার গুণীকে।
শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এ পদক তুলে দেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। পদকপ্রাপ্তরা হলেন- অধ্যাপক মুস্তাফা নূর-উল-ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নাট্যজন লিয়াকত আলী লাকী এবং খেলাঘর সংগঠক নৃপেন্দ্র কুমার চক্রবর্তী।
সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফসহ খেলাঘরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। আলোচনা ও পদক প্রদান শেষে সাংস্কৃতিক পর্বে খেলাঘরের শিশু-কিশোররা পুঁথিপাঠ, সমবেত সঙ্গীত, আবৃত্তি, একক ও সমবেত নৃত্য পরিবেশন করে।
এর আগে সকালে খেলাঘর সৃষ্টির স্থান দৈনিক সংবাদ কার্যালয়ে গিয়ে খেলাঘরের শিশু-কিশোররা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দে মেতে ওঠে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, বার্তা সম্পাদক কাজী রফিক, প্রধান প্রতিবেদক সালাম জুবায়েরসহ খেলাঘরের নেতৃবৃন্দ।