অভিজিৎ হত্যার দায় স্বীকার আল কায়েদার
বিজ্ঞানলেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী আল কায়েদা।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এক প্রতিবেদনে রবিবার এ তথ্য দিয়েছে। বিশ্বের চরমপন্থী সংগঠনগুলোর অনলাইন কার্যকলাপ পর্যবেক্ষণকারী ওই ওয়েবসাইটটির প্রতিবেদনে বলা হয়েছে- আল কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখার নেতা অসিম উমর বাংলাদেশে মার্কিন নাগরিক অভিজিৎ রায় হত্যার দায় স্বীকার করেছেন। শনিবার এক ভিডিও বার্তায় তিনি এ দায় স্বীকার করেন।
‘ধর্মীয় অনুশাসন লঙ্ঘনের অপরাধে’ বাংলাদেশ ও পাকিস্তানে এ ধরনের হত্যার দায়ও স্বীকার করেছেন অসিম উমর।
গত, ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একুশে গ্রন্থমেলায় এক বিজ্ঞান আড্ডা শেষে ফেরার পথে টিএসসির সামনে সশস্ত্র হামলার শিকার হন অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিয়া আহমেদ বন্যা।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা অভিজিৎকে মৃত ঘোষণা করেন।