গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনীতে যুবকের মৃত্যু

Gazipur_2গাজীপুরের কালিয়াকৈরে জামালপুর এলাকায় রবিবার গণপিটুনীতে হাসমত আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গরু চুরির অভিযোগে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাসমত আলী একই উপজেলার বোয়ালী ইউনিয়নের ঠাটাঙ্গা গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ভোরে হাসমত আলী তার দলের সদস্যদের নিয়ে ঠাটাঙ্গা গ্রাম থেকে ২টি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় জামালপুর এলাকায় তাদের আটক করে স্থানীয় জনতা। এ সময় বাকিরা কৌশলে পালিয়ে গেলেও হাসমতকে আটক করে গণধোলাই দেয়। পুলিশ হাসমত আলীকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. নাঈম বলেন, ‘হাসপাতালে ভর্তি করানোর আধাঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।’
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com