‘স্বাভাবিক মৃত্যু নয়, এটি নির্মম হত্যাকাণ্ড’
বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু স্বাভাবিক ঘটনা নয় উল্লেখ করে এটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
এক বিবৃতিতে রবিবার তিনি পিন্টুর অকালমৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে সোমবার সকালে জাগপার কার্যালয়ে কালো পতাকা উত্তোলনেরও ডাক দেন তিনি।
বিবৃতিতে শফিউল আলম প্রধান বলেন, ‘এ মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলা চলে না। এ মৃত্যু এক নৃশংস হত্যাকাণ্ডের শামিল। ঘৃণ্য রাজনৈতিক প্রতিহিংসার নীল নকশার আওতায় এক জাতীয়তাবাদী নেতাকে পিলখানায় সেনাহত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়। স্বাধীনতার পর কোনো এক অপশক্তি সেনাবাহিনীকে দাবিয়ে রাখতে চেয়েছে। তারা ভিনদেশীদের খায়েশ মেটাতে পিলখানায় সেনা হত্যাযজ্ঞ চালিয়েছে— দেশবাসী ও তাবদ দুনিয়া তা জানে।’
তিনি বলেন, ‘আধুনিক সেনাবাহিনীর নির্মাতা শহীদ জিয়ার অনুসারীরা কখনোই স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক জাতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে না। ঢাকাকে নেতাশূন্য করতে সাহসী পিন্টুকে মামলায় জড়িয়ে দেওয়া হয়। তার ওপর নির্মম নির্যাতন চলে। প্রহসনের বিচারে সাজা দেওয়া হয়। এ ধারাবাহিক জুলুমের পরিণতিতে নাসির উদ্দিন পিন্টু শাহাদাৎ বরণ করেন। সুতরাং মরহুম এ নেতার জন্য শোক ও ক্রন্দনই যথেষ্ট নয়।’
তিনি সাহস ও সংযমের সঙ্গে দেশকে নেতা ও সেনাশূন্য করার চক্রান্ত মোকাবেলায় দেশবাসীর প্রতি আহ্বান জানান।