পিন্টুর মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর কারা হেফাজতে বিনা চিকিৎসায় আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক , সমবেদনা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবক দল।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রবিবার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘জনাব নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু দীর্ঘদিন অসুস্থ থাকায় তাকে বিশেষায়িত হাসপাতালে রেখে চিকিৎসা দিতে আদালতের নির্দেশনা থাকা সত্বেও কারা হেফাজতে থাকা অবস্থায় তা না করে বরং তাকে বিনা চিকিৎসায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, যা অত্যন্ত দু:খজনক।’
স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, ‘সরকার বিএনপি’র জনপ্রিয় নেতাদের একের পর এক গুম , খুন করে ক্ষমতা পাকাপোক্ত করার নির্মম যে খেলায় মেতেছে- বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু তারই ধারাবাহিকতার-ই অংশ। আমরা প্রতিটি গুম, খুনের আর্ন্তজাতিক ও বিচার বিভাগীয় তদন্ত দাবী এবং দোষীদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।’
নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর চিকিৎসায় অবহেলাকারীদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক , সমবেদনা প্রকাশ করেছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু।