বাংলাদেশে চরমপন্থার উত্থান নিয়ে উদ্বিগ্ন মার্কিন বিশেষজ্ঞরা: জি নিউজের প্রতিবেদন
একের পর এক ব্লগার হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশে চরমপন্থার উত্থান নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন বিশেষজ্ঞ ও আইন প্রণেতারা। রোববার ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বাংলাদেশের চরমপন্থার উত্থান ও বিশেষজ্ঞদের উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনের সিনিয়র ফেলো আলিসা আয়ার্স বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, প্রথাবিরোধিতা ও মানবিকতাপূর্ণ সাংস্কৃতিক মূল্যবোধ এবং ভিন্ন চিন্তাধারার মানুষের সহাবস্থানের চেতনাকে আঘাত করছে।’ ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার উপরে মূলত গবেষণা করেন তিনি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পররাষ্ট্রবিষয়ক সাব কমিটির সামনে এ নিয়ে পর্যালোচনা উপস্থাপনের আগে জি নিউজকে আলিসা বলেন, এসব হত্যাকাণ্ড বাংলাদেশের অর্থনৈতিক ও বিভিন্ন উন্নয়নজনিত অর্জনকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করছেন তিনি।
আলিসা বলেন, ‘বাংলাদেশে ঠিক সেসময় চরমপন্থার উত্থান হচ্ছে যখন দেশটির রাজনীতিতে চরম মেরুকরণ চলছে।’
জি নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদের সাব কমিটির শুনানীতে বাংলাদেশের চরমপন্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন আইন প্রণেতারাও। প্রতিবেদনে উঠে আসে ‘বাংলাদেশ’স ফ্র্যাকচার:পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস এক্সট্রিমিজম’ নামের ওই শুনানিতে এশিয়ান স্টাডিজ সেন্টার অ্যাট দ্য হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কার্টিসের বক্তব্যের কথা। বলা হয়, ওই শুনানিতে বাংলাদেশের রাজনৈতিক অস্তিরতার কথা তুলে ধরে অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশের অগ্রগতি হুমকির মুথে পড়ার আশঙ্কা জানিয়েছেন লিসা কার্টিস।
রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের গতিপথকে বাধাগ্রস্ত করবে বলেও আশঙ্কা জানিয়েছেন তিনি। লিসা বলেন, বাংলাদেশে সম্প্রতি দুই ব্লগারকে হত্যা করেছে চরমপন্থীরা। দীর্ঘ রাজনৈতিক অস্তিরতার সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে চরমপন্থীদের উত্থান ঘটছে বলেও উদ্বেগ জানান তিনি।
সূত্র: জি নিউজ