ঝিনাইদহে শ্রমীক লীগ কর্মীকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের কোটচাঁদপুরে শহিদুল ইসলাম ওরফে সোনা মিয়া (৫৫) নামে শ্রমিক লীগের এক কর্মী পিটিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলা শহরের মেইন বাসস্টান্ডে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা হরা হয়।
সোনা মিয়া মেইন বাসস্টান্ড পাড়ার মৃত আহাম্মদ মুন্সীর ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর জানান, জেলার কোটচাঁদপুর উপজেলার মেইন বাসস্টান্ড পাড়ার শ্রমীক লীগ কর্মী শহিদুল ইসলামের সঙ্গে অপর শ্রমিক লীগ কর্মী কালা ফারুখ ও মাসুদের মাছ চাষের স্থানীয় পাল্লাট বিল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাত সাড়ে ৯টার দিকে মেইন বাসস্টান্ডে শ্রমিক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সোনা মিয়ার সঙ্গে কালা ফারুখ ও মাসুদের কাথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে প্রতিপক্ষের লাঠি ও ঘুষির আঘাতে সোনা মিয়া মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।