আজীবনের জন্য বহিস্কৃত হলেন শিক্ষিকার উপর যৌন সন্ত্রাস চালানো সেই ছাত্রলীগ নেতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা লুবনা জেবিন-এর উপর শারীরিক সহিংসতার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক আরজ মিয়াকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান সাংবাদিকদের জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১১ (১০) ধারায় বর্ণিত উপাচার্যকে প্রদত্ত বিশেষ ক্ষমতাবলে আরজ মিয়াকে এ বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আরজ মিয়া জবি’র ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী।
প্রসঙ্গত, গেলো ২৬ এপ্রিল টিএসসির সাম্প্রতিক যৌন সন্ত্রাসের প্রতিবাদে নিজ ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন শেষে ফেরার পথে শারীরিক সহিংসতার শিকার হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা লবনা জেবিন। এ ঘটনাকে যৌন সন্ত্রাস উল্লেখ করে তিনি বলেছিলেন ‘এটা স্রেফ ক্ষমতার অপব্যবহার আর পুরুষতান্ত্রিকতার প্রতিফলন।’