দ্বিতীয় টেস্ট : ইউনিসকে থামালেন শহীদ
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। প্রথম দিনের ৮২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩০৫ রান। সর্বশেষ আউট হয়েছেন ইউনিস খান (১৪৮)।
ব্যাট করছেন ইউনিস খান (১৪৪) ও আজহার আলী (১২১)।
ক্যারিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন ইউনিস। অন্যদিকে, আজহার আলীর এটি অষ্টম টেস্ট সেঞ্চুরি।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে শুরতেই উইকেট হারিয়েছে পাকিস্তান। মোহাম্মদ শহীদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ওপেনার মোহাম্মদ হাফিজ। সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
শহীদের পর উইকেট পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তার বলে ক্যাচ আউট হয়েছেন সামি আসলাম (১৯)।
সিরিজের উদ্বোধনী টেস্টেও দারুণ বোলিং করেছেন তাইজুল। পেয়েছিলেন ৬টি উইকেট।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। চোট আক্রান্ত রুবেল হোসেনের জায়গায় অন্তুর্ভুক্ত হয়েছেন পেসার শাহাদাত হোসেন। আর পাকিস্তান দলে জুলফিকার বাবরের বদলে জায়গা পেয়েছেন ইমরান খান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ পারফর্ম করেছে বাংলাদেশ। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন ওপেনার তামিম ইকবাল।
বিশ্বকাপে জ্বলে উঠতে না পারলেও খুলনায় নিজের অস্তিত্বের জানান দিয়েছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। তিনিও সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে। আর বল হাতে দুরন্ত পারফর্ম করেছেন স্পিনার তাইজুল ইসলাম। এ জন্য খুলনায় সফরকারীদের বিপক্ষে হেসেখেলেই প্রথম টেস্ট ড্র করেছে স্বাগতিকরা।
বাংলাদেশ দল : মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ।
পাকিস্তান দল : মিসবাহ উল হক (অধিনায়ক), সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, ইউনিস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, জুনায়েদ খান ও ইমরান খান।